“প” তে প্রীতি

তাসফিয়া তাহসিন প্রীতি- জন্ম ২০০২ সালের জুলাই মাসে এক মধ্যবিত্ত পরিবারে। চার বোনের তিনি ছিলেন ২য়।সাধারণত জুন-জুলাই মাস বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই মাসেও ব্যতিক্রম কিছু ছিল না। ঘরের চালে ঝুম ঝুম বৃষ্টি পড়ছিলো, চারদিকে ঠান্ডা আবহাওয়া।

সেই ছোট্ট প্রীতি সময়ের সাথে সাথে বড় হতে লাগলো। তার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা, যার কারণে তাকে শহরে থাকতে হয়। আর মা ছিলেন গৃহিণী। মেয়ের জীবনকে সুন্দর করতে তার পরিবার পাড়ি দেয় শহরে। তাই, গ্রামীণ ছোঁয়া তার তেমন একটা পাওয়া হয়নি। ফলস্বরূপ, তার শৈশবের তেমন একটা স্মৃতি হয়ে উঠেনি গ্রামে। শহুরে জীবন খুব ব্যস্তময়! আর সেখানে থাকতে থাকতে, সেও ব্যস্ত হয়ে পড়ে তার পড়ালেখা নিয়ে। ধীরে ধীরে হারিয়ে যায় তার শৈশবের চঞ্চলতা। তবে গ্রামে গেলেই তার সমবয়সীদের সাথে যত স্মৃতি রাখা যায়, তার চেষ্টায় করেন তিনি। কারো গাছের আম, নয়তো কারো গাছের লিচু চুরি করা ছিল তার প্রতিদিনের ঘটনা। এর জন্য তার বাবার উত্তম মধ্যমও হরহামেশাই চলতো…

যাইহোক, এভাবে চলতে থাকে তার জীবন। স্কুলের গন্ডি পেরিয়ে উঠেছেন কলেজে। এযেন তার জীবনের ২য় অধ্যায় শুরু। সেই ছোট্ট প্রীতি আর ছোট্ট নেই, শিখেছেন কীভাবে পথ চলতে হয়। অনেক ফ্রেন্ড সার্কেলও হয়ে যায়। আড্ডা, ঘুরতে যাওয়া সবকিছুই বেড়ে যায় তার, কিন্তু পড়ালেখা আগের মতই চালিয়ে যান। কিন্তু অ্যাডমিশন টাইমে এসে কোথাও ভালো র‍্যাঙ্ক না আসায়, একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন প্রীতি। এর মাঝে বিভিন্ন ডিফেন্স এক্সামও অ্যাটেন্ড করেন তিনি। এমনকি তার মধ্যে মেরিন ক্যাডেট অ্যাডমিশন এক্সামে ১৭তম স্থান লাভ করেন। কিন্তু সাঁতারে পারদর্শিতা না থাকায় সেখান থেকে বাদ পড়ে যান পরবর্তীতে। বর্তমানে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং এর ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন তিনি। এবং তার স্বপ্ন, উচ্চতর শিক্ষার জন্য দেশের বাহিরে গিয়ে নিজেকে আরো গড়ে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *