কিছুটা আমি

“কাশফি সানজানা” …

জন্ম ২০০৩ সালের মার্চ মাসে, চট্টগ্রামে । একটি মাত্র মেয়ে হওয়ায় জন্ম হতে বেরে ওঠা অব্দি আদর যত্নের কোনো কমতি ছিলো না । তার বেড়ে ওঠা গ্রামীণ পরিবেশে । ভোরে উঠে মক্তবে যাওয়া, এসে মাটির চুলার পাশে বসে ধোঁয়া উঠা নাস্তা খেয়ে স্কুলে যাওয়া, বিকালে সারা গ্রাম ঘুরে খেলা করা, কারেন্ট চলে গেলে কুপির আলোয় পড়তে বসা । জীবন সাধারণ ছিলো কিন্তু সুন্দর ছিলো । তবে জীবনে উত্থান পতন ছিলো। এভাবেই বড় হওয়া তার।

ছোট্ট সেই কাশফি আর ডানপিটে নেই, জীবনের মর্ম বুঝতে শিখেছে। জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিলো এইচ এস সির পর। পছন্দের স্থানে তার আর যাওয়া হলো না। ভর্তি হতে হলো আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর ফার্মাসি ডিপার্টমেন্টে। সেখানে মানিয়ে নিতে সমস্যা হলেও পরে বুঝতে লাগলো এই অবস্থানেও সে ভালো আছে। নিজ নিজ অবস্থানে থেকেও জীবনে সফল হওয়া যায় সেটা সে বুঝে নেয়। তবে এই সবের মাঝে মা বাবার সাপোর্ট ছিলো ভরপুর । 

বিশ্ববিদ্যালয়ের এক পর্যায়ে ব্লাডব্যাগ এর সাথে যুক্ত হয় কাশফি। তার প্রধান কারণ নিজের বদ্ধ জগৎ থেকে বের হয়ে আসা, কমিউনিকেশনে স্কিল বাড়ানো এবং রক্তদান এর বিষয়টি আরো সুপ্রসারিত করা। তার আশেপাশে ঘটে যাওয়া রক্ত সংক্রান্ত সমস্যাগুলো তিনি লক্ষ্য করেছেন, তা যেন আর না হয় তারই ক্ষুদ্র প্রচেষ্টা । 

জীবনের সংগ্রাম সে শিখেছে । সে বুঝেছে তাকে জীবনে আরও এগিয়ে যেতে হবে । তার জেদি এবং স্বাধীনচেতা মেয়ের টাইটেল টা বজায় রাখতে হবে । আরো বহুদূর যেতে হবে তাকে ………